আপিল নিষ্পত্তি চলছে, প্রথমদিন শুনানি হবে ৭০টির
প্রকাশিত : ০৮:৪৪, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫৫, ১০ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিলগুলোর নিষ্পত্তিতে আজ থেকে শুনানি শুরু হচ্ছে ইসিতে। শুনানিকালে আপিলকারিসহ ৩ জন উপস্থিত থাকতে পারবেন।
শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।
ইসি সূত্রে জানা গেছে, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রোববার ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার শেষ হয়। এর আগে গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।
এদিকে, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানিকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি কক্ষে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজন প্রবেশ করতে পারবে বলে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলসমূহের উপর আগামী ১০ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিন আপিল শুনানি অনুষ্ঠিত হবে। উক্ত আপিল শুনানি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপিল শুনানিকালে আপিল শুনানি কক্ষে প্রতিটি আপিলের প্রসঙ্গে আপিলকারীসহ সবোর্চ্চ তিনজনের বেশি লোক শুনানি কক্ষে প্রবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকল আপিলকারীগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল আবেদনসমূহের শুনানি ফুল কমিশন গ্রহণ করবেন।
এএইচ
আরও পড়ুন










